"প্রিয় হারানো মানুষরা"
লিখেছেন লিখেছেন শুভ্র পারাবত ২৬ জুন, ২০১৩, ০৩:৪৮:৪৮ দুপুর
সময়|টিকটিক শব্দের অবিরত এক শাসন|দৃশ্যমান জগতের একটি মাত্রা বা ডাইমেনশন হল এই সময় | ফুরানো সময় আর না ফুরানো,যার কথাই বলি না কেন
সেতো বহতা নদীর মত চলমান|সে নদী এমন যে,সে শুধু বর্ষার অঝোর শ্রাবণে হিল্লোল তুলে প্রবাহিত স্রোতের মত অবিরত পথ চলে|তার নাই কোন গ্রীষ্ম,শরৎ,হেমন্ত,শীত ও বসন্ত,তার সবটাই বর্ষার অঝোর শ্রাবণে স্রোতস্বীনির অবিরত স্রোতধারা|
তারপরও মাঝে মাঝে সময়ের মোটা চশমা পরে অতীতে ফ্ল্যাশ ব্যাক করি| ফ্ল্যাশ ব্যাক করি,হারানো কিছু
পুরোনো স্মৃতি বা দুঃসহ স্মৃতির নীলিমায় অথবা হারানো কিছু প্রিয় মানুষের কিছু সুকুমার ভালোবাসার আঁঙ্গিনায়|যাদের তখনো যেমন
এখনো তেমন ভালোবাসি| এখনো তাদের নিমিত্তে চিত্ত হতে বিত্তহীন দু ফোঁটা অশ্রু আকাশে পানে চেয়ে বাতাসের বাষ্পে ভাসিয়ে দেই,কার্পাস মেঘের কাঁচামাল হিসেবে|
তাদের একজন আমার প্রিয় নানাভাই|একজন আদর্শ শিক্ষকের প্রতিচ্ছবি|এক দরাজ দিলের অধিকারী ছিলেন
তিনি|হলদে সাদা চেহারায় ছিলো তার অসাধারণ ব্যক্তিত্বের প্রগাড় ছাপ|সেটা যেমন তাঁর চেহারায় ছিলো তেমনি তাঁর কর্মে ছিলো|আমার সেই
প্রিয় নানাভাই চলে যাওয়ার আজ একযুগেরও বেশি সময় পার হয়েছে|তারপর কতো দুপুর দমকা ঝড় হয়ে মাথার উপর দিয়ে গিয়েছে কিন্তু নানাভাইয়ের সেই মৃত্যুর বিবর্ণ দুপুর বুকের ভেতর আজও কাতলা মাছের মত ঘাঁই দিয়ে ওঠে,আজও সেই টর্নেডোর কথা ভুলতে পারি নি|নানাভাইয়ের মৃত্যু বড় কাছ থেকে দেখিছি|জীবন আর মৃত্যুর এতো ঘনিষ্ট মিলন যা আজও আমার জীবনে প্রথম|নানাভাইয়ের ব্রেইন স্ট্রোকের মরা রক্ত এখনো হাতে লেগে আছে|এখনো দেখি ক্লিনিকের বেডে আমার নানাভাইয়ের শেষ নিঃশ্বাসের আগের বড় বড় দীর্ঘশ্বাস|প্রিয়মানুষের জীবন মৃত্যুর সন্ধিক্ষণ দেখে এমন অভিজ্ঞতা হবে তা কখনো ভাবি নি|
প্রিয় নানাভাই, বিগলিত অশ্রু সেদিন খসখসে হৃদয় পৃষ্ঠায় লিখে চলেছিল বিষাদের উপাখ্যান|জানি মানুষ
চলে যায়,কিন্তু তোমার এ মৃত্যু যার পর নাই তেমন কষ্ট পেয়েছি|
তুমি জানতে যে তোমাকে আমি কতো ভালোবাসতাম| কিন্তু তোমাকে দেখাতে পারি নি প্রিয় মানুষ হারানো অন্তর্ভেদী তিক্ত যন্ত্রনা|প্রিয় নানাভাই তুমি নাই বলে আমার আর
তোমার বাড়ীতে যেতে ইচ্ছে করেনা|আমি বড় নষ্টালজিক নানাভাই|তোমার সেই শখের পুষ্প বাগান কেমন আছে আমি জানি না|আমি জানি না তোমার
মতো এতো নীরবে নিঃশব্দে মাটিতে পা ফেলে মসজিদ বা হাঁটবাজারে কেউ যায় কিনা|আজ আর নয়|
প্রিয় হারানো মানুষরা,তোমাদের আজ কিছুই দেওয়ার নাই|তবে দু ফোঁটা জল ফেললাম কার্পাস মেঘের দিকে তাকিয়ে|বৃষ্টি আসুক না আর নাই আজ আমার ছায়াহীন সাহারার প্রান্তর আজ বৃষ্টিতেই ভিজবে|
বিষয়: বিবিধ
১২৪৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন